সম্প্রতি গ্যালাক্সী ফোল্ড উন্মোচন করে গোটা বিশ্বের স্মার্টফোন প্রেমীদের চমকে দিয়েছিল স্যামসাং। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। গ্যালাক্সী ফোল্ড ফোনের ভাঁজ খুললে ট্যাবলেটের আকার নেয়। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন তৈরি শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
সম্প্রতি নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের খবর সামনে এসেছে রয়টার্স। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানির ডেভেলপার সম্মেলনে নতুন ফোল্ডিং ফোন ডিজাইন সামনে এনেছে স্যামসাং। “নতুন ফোল্ডেবল প্রযুক্তি ব্যবহার করে আগের থেকে অনেক ছোট মাপে স্মার্টফোন পকেটে ঢুকে যাবে।” জানিয়েছেন স্যামসাং গবেষণা বিভাগের প্রধান স্যালি হায়সুন জেওং।
“অবিশ্বাস্য, তাই তো?” স্যালি স্টেজে বলার পরে করতালিতে ফেটে পড়ল গোটা অডিটোরিয়াম।
চলতি বছর স্যামসাং ছাড়াও ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করতে পারে মটোরলা। এছাড়াও আগামী বছর শুরুতে ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করতে পারে হুয়াওয়ে। স্যামসাং এর নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের সাথে মটোরলা ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের মিল রয়েছে।
“নতুন এই ডিজাইনে সহজেই পকেটে ঢুকবে স্মার্টফোন। এছাড়াও গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভ্যাস বদলে দেবে নতুন ডিজাইন।” বলেন জেওং।
যদিও নতুন ডিজাইন সামনে আনলেও কবে এই স্মার্টফোন বাজারে আসবে জানায়নি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।