আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মক্কায় মসজিদ আল-হারামে ক্রেন দুর্ঘটনায় হতাহত তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। দুর্ঘটনার চার বছর পর নিহত একজনের পরিবারকে ২ কোটি ২৬ লাখ টাকা ও আহত দুইজনের হাতে ১ কোটি ১৩ লাখ টাকার চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।
হতাহত তিনজনকে এই ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদির সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক রয়েছে। এরই ফল হিসেবে ২০১৫ সালের ওই দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিরা এই ক্ষতিপূরণ পাচ্ছেন।
মন্ত্রী বলেন, ই-পাসপোর্টের বিষয়ে ইউরোপ সফরে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে আলোচনা হয়েছে। জানান, ই-পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। পররাষ্ট্রমন্ত্রীর মতে, নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত।