আগামী বছরের বাজারে আসছে কম দামের আইফোন এসই২। অ্যাপল বিষয়ক তথ্য ফাঁসকারী মিং চি কু জানিয়েছেন, আসছে জানুয়ারি থেকে পুরোদমে উৎপাদন শুরু হবে আইফোন এসই২। আর সেটি ক্রেতাদের হাতে পৌঁছাতে দুমাস সময় নিতে পারে। সেই হিসাবে মার্চের শেষ নাগাদ ক্রেতারা হাতে পাবেন এই আইফোনটি।
ধারণা করা হচ্ছে, প্রতি মাসে এসই২ এর ২০ থেকে ৪০ লাখ ইউনিট উৎপাদন করবে অ্যাপল। ২০২০ সালে প্রায় ৩ কোটি ইউনিট বিক্রি হবে।
এর আগে মিং চি কু জানিয়েছিলেন, আইফোনটির দাম হবে ৩৯৯ ডলার (বাংলাদেশি টাকায় ৩৩ হাজার ৫১৬ টাকা)। ফোনটিতে থাকবে এ১৩ প্রসেসর। ৩ জিবি র্যামসহ ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ।
জানাগেছে, নতুন এই আইফোনে থ্রিডি টাচের বদলে নতুন ফিচার হিসেবে থাকবে হ্যাপটিক টাচ। আইফোন ৮ মডেলের মতো এতেও থাকবে ৪ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে।