বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ( বিসিএসসিএল) এর কার্যক্রম অগ্রগতি সংক্রান্ত এক সভা আজ ঢাকায় বিসিএসসিএল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় সভাপতিত্ব করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, স্যাটেলাইট আমাদের স্বপ্লের জিনিস। পৃথিবীর ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারি দেশ হিসেবে বাংলাদেশ গর্বিত। বিশ্বের সবচেয়ে আধুনিক উচ্চ প্রযুক্তির এই স্যাটেলাইট আমাদের সন্তানরাই নিখুঁতভাবে পরিচালনা করছে। এটাও বাঙালির আরও একটি গর্বের জায়গা। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণ করার কার্যক্রম শুরু করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট – ২ কি ধরণের স্যাটেলাইট হবে সেটা নির্ধারণ করার বিষয়টি জরুরী। তিনি এই ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার আহ্বান জানান। এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন| ২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু -২ উৎক্ষেপণে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারিত সময় সীমা অতিক্রম করার কোন সুযোগ নেই বলে তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন।
সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর বাণিজ্যিক পরিচালনাসহ ভবিষ্যত বাণিজ্যিক পরিচালনা পরিকল্পনা অবহিত করা হয়।
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিসিএসসিএল এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, পিএসসি সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড, মো: সাজ্জাদ হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, বিটিসিএল এর এমডি রফিকুল মতিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন সংস্থা সমূহের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।