আপনি যদি আপনার তথ্য অনলাইনে সুরক্ষিত রাখতে চান তাহলে এর জন্য উত্তম হচ্ছে ফায়ারফক্স ব্যবহার করা।
এই ব্রাউজারের প্রাইভেসি টুলস আপনার ব্যক্তিগত ডেটাকে রক্ষা করতে সক্ষম।
সিনেট জানায়, এখন থেকে উইন্ডোজ এবং ম্যাকওএসের চালানো ফায়ারফক্স ব্রাউজার আপনাকে ট্র্যাকারদের হাত থেকে নিরাপত্তা দেবে।
এক সাইট থেকে আরেক সাইটে ব্রাউজ করার সময় ক্রস সাইট ট্র্যাকিং কুকিজগুলোর অনুসরণ রোধ করবে এই ব্রাউজার। মূলত বিজ্ঞাপনের জন্য কুকিজগুলো আপনাকে টার্গেট করে।
ক্রিপটোকারেন্সি মাইনিং করতে গোপনে আপনার ডিভাইসের তথ্যগুলো ব্যবহার করতে পারে। এমনকি ফিঙ্গারপ্রিন্টারও এরা ব্যবহার করতে পারে, যা মাধ্যমে আপনার ডিভাইস, এর সেটিংস এবং অ্যাপসকে শনাক্ত করা সম্ভব।
তবে ফায়ারফক্স ব্যবহার করে তাদের ঠেকিয়ে দিতে পারেন আপনি।
যেভাবে আপনার তথ্য সুরক্ষিত রাখবেন
১. ফায়ারফক্স ৭০ ব্যবহার করুন। এটি না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
২. অ্যাড্রেসবারে বামে শিল্ডটি ক্লিক করুন। ফায়ারফক্স যদি ট্র্যাকারদের শনাক্ত করতে না পারে তাহলে শিল্ডটি গাঢ় ধূসর রং হয়ে যাবে আর শনাক্ত করতে পারলে এটি নীলচে রং দেখাবে।
৩. নিচে বাম পাশে প্রোটেকশন সেটিংসে ট্যাপ করুন।
৪. আরও নিচে শো রিপোর্টে ট্যাপ করুন। এখানে প্রতিদিনের ট্র্যাকার রিপোর্টগুলো দেখতে পাবেন।