অনলাইনে বিনোদনের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এখানকার ওয়েব সিরিজগুলো পেছনে ফেলে দিচ্ছে জনপ্রিয় টিভি ধারাবাহিকগুলোকেও।
তবে ডিসেম্বর মাস থেকে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে অনেক ডিভাইসে।
নেটফ্লিক্স জানায়, প্রযুক্তিগত গোলযোগের কারণে বেশ কিছু স্মার্ট টিভি আর স্ট্রিমিং মিডিয়া প্লেয়ারে বন্ধ হয়ে যাবে তাদের সেবা।
স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, স্যামসাংয়ের স্মার্ট বেশ কিছু স্মার্ট টিভিতে দেখা যাবে না নেটফ্লিক্স।
স্যামসাংও বিষয়টি নিশ্চিত করেছে। প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২০১০-১১ সালে আসা স্ক্রিন সাইজের শেষে সি বা ডি লেখা আছে সেই সব টিভিতে নেটফ্লিক্স দেখা যাবে না।
এ ছাড়া রকু মিডিয়া প্লেয়ারেও নেটফ্লিক্স দেখা যাবে না। যার মধ্যে আছে রকু ২০০০সি, রকু ২০৫০এক্স, রকু ২১০০এক্স, রকু এইচডি, রকু এসডি, রকু এক্সডি এবং রকু এক্সআর।
তবে আমাজন ফায়ার টিভি স্টিক, অ্যাপল টিভি, সনি প্লে স্টেশন ফোর ব্যবহার করে নেটফ্লিক্স দেখা যাবে।