বাংলাদেশের বাজারে ওয়্যারলেস সংযোগ সুবিধার হাইব্রিড বায়োমেট্রিক লক বাজারে ছেড়েছে চীনভিত্তিক বায়োমেট্রিক সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। ‘এইচবিএল’ ১০০ ও ‘এইচবিএল ২০০’ মডেলের ডিভাইস দুটি নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
জেডকেটেকোর হাইব্রিড বায়োমেট্রিক সুবিধার লকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের সুবিধা রয়েছে। ১ সেকেন্ডের কম সময়ে ফেস অ্যালগরিদম ভি৭.০ ব্যবহার করে ফেস রিকগনিশন ব্যবহার করে ডিভাইস দুটি। এতে রয়েছে ২ দশমিক ৮ ইঞ্চি মাপের ক্যাপাসিটিভ স্ক্রিন।
মোবাইল অ্যাপের সাহায্যে ব্যবহারকারী এক দরজায় একজনের বেশি মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। জেডকেটেকোর হাইব্রিড বায়োমেট্রিক লক আউট মোড, স্মার্ট অ্যালার্ম ও রিভার্সিবল অপারেশন সুবিধার কারণে বাজারের অন্য ডিভাইসের চেয়ে এগিয়ে।
জেডকেটেকোর ভাষ্যে, জিংক অ্যালয়ে তৈরি এ লক টেকসই এবং প্রতিকূল পরিবেশে কার্যকর। ব্যাটারিচালিত লকটি একবার চার্জ দিলে সাড়ে ছয় হাজারবার ব্যবহার করা যায়। ব্যাটারির চার্জ কমে গেলে সংকেত দেবে, তখন সাধারণ লকের মতো কাজ করবে। একাধারে সাধারণ লক সিস্টেম এবং আধুনিক স্টাইলিশ পণ্য হিসেবে ব্যবহারকারীকে মুগ্ধ করবে এ ডিভাইস।