চীনভিত্তিক লেনোভো অধিকৃত মটোরোলার আইকনিক ফ্লিপ ফোন রেজার। ডিভাইসটিকে নতুন আঙ্গিকে ফোল্ডেবল রূপে ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। পূর্বঘোষণা অনুযায়ী, গত বুধবার এক ইভেন্টে ডিভাইসটি উন্মোচন করা হয়। দেড় হাজার ডলার মূল্যের ‘মটোরোলা রেজার’ ফোনের ডিসপ্লে মাঝ বরাবর ভাঁজ করা যাবে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
চলতি বছরের শুরু থেকেই ফোল্ডেবল ডিসপ্লের মটোরোলা রেজার স্মার্টফোন নিয়ে আলোচনা চলছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছরেই মটোরোলার প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন বাজারে আসবে। এটি এক সময়ের আইকনিক রেজার ফ্লিপ ফোনের নতুন সংস্করণ হতে পারে। সর্বশেষ গত মাসের শেষ দিকে ১৩ নভেম্বরকে ঘিরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এক ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করে মটোরোলা। ওই ইভেন্টেই ফোল্ডেবল মটোরোলা রেজার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটিতে দুটি পৃথক ডিসপ্লে আছে। এর ভেতরের ডিসপ্লেটি ফোল্ড করা যাবে। ডিভাইসটির বাইরের ছোট পর্দাটি রাখা হয়েছে নোটিফিকেশনের জন্য। ফোল্ড খোলা অবস্থায় ভেতরের ওএলইডি এইচডি প্লাস ডিসপ্লের মাপ হয় ৬ দশমিক ২ ইঞ্চি, যার রেশিও ২১:৯। অন্যদিকে বাইরের ছোট ওএলইডি ডিসপ্লের মাপ ২ দশমিক ৭ ইঞ্চি, রেশিও ৪:৩।