শোরুম থেকে ইনটেক ফোন কিনলেও থেকে যাচ্ছে বড় ধরনের ত্রুটি। ব্যবহারকারী ম্যালওয়্যার জাতীয় ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড না করলেও ত্রুটিগুলো প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে অ্যান্ড্রয়েডে।
সাইবার নিরাপত্তা বিষয়ক মার্কিন কোম্পানি ক্রিপ্টোওয়্যার জানিয়েছে, তারা ২৯টি অ্যান্ড্রয়েড প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নতুন ফোনে ১৪৬টি ত্রুটি খুঁজে পেয়েছে।
প্রতিষ্ঠানটির প্রযুক্তিবিদদের উদ্ধৃতি দিয়ে ফোর্বস ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, এসব ফোনে আগে থেকে যে সফটওয়্যার ইনস্টল করা থাকে, সেগুলোতেই ত্রুটি দেখা দিচ্ছে। এখানে ব্যবহারকারী কিংবা তৃতীয় কোনো পক্ষের হাত নাও থাকতে পারে।
২৯ কোম্পানির ভেতর স্যামসাং,টেকনো, সনি এবং অপোর মতো শীর্ষ বিক্রেতাদের নাম রয়েছে।
যে ধরনের ত্রুটি পাওয়া গেছে: সবচেয়ে বেশি ২৮.১ শতাংশ ত্রুটি দেখা গেছে ফোনের সিস্টেম পরিবর্তন সংক্রান্ত ফাংশনে, ২৩.৩ শতাংশ অ্যাপ ইনস্টল বিষয়ক, ২০.৫ শতাংশ কমান্ড কার্যকরের ক্ষেত্রে, ১৭.৮ শতাংশ ওয়্যারলেস সেটিংস বিষয়ক, ৫.৫ শতাংশ অডিও রেকর্ডিং।