গেমারদের জন্য এটি সত্যিই সুখবর। ক্রোম ব্রাউজারে ‘অ্যাসাসিন’স ক্রিড ওডিসি’ এবং ‘এনবিএ ২কে২০’ এর মতো গেমগুলো স্ট্রিম করে খেলতে পারবেন গ্রাহক। ক্লাউডভিত্তিক গেমিং সেবাটির নাম দেয়া হয়েছে ‘স্টেডিয়া’।
গুগলের ক্রোমকাস্ট এবং পিক্সেল ডিভাইস দিয়েও গেমগুলো খেলতে পারবেন গ্রাহক। প্রাথমিকভাবে ২২টি গেম নিয়ে চালু করা হয়েছে এই সেবা। গ্রাহক প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেম রেটে ৪কে ভিডিও স্ট্রিম করতে পারবেন স্টেডিয়াতে। জানা গেছে, ২০২০ সাল ও এরপর যুক্ত হবে ৪৫০টির বেশি গেম।
গুগলের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ফিল হ্যারিসন বলেন, সর্বনিম্ন ৭২০পি রেজুলিউশানের জন্য স্টেডিয়ার ইন্টারনেট গতি দরকার হবে ১০ এমবিপিএস। আর ৪কে গেম স্ট্রিমিংয়ের জন্য ইন্টারনেটের গতি হতে হবে ৩৫এমবিপিএস।
স্টেডিয়ার ৪কে সংস্করণকে প্রিমিয়াম সেবা স্টেডিয়া প্রো হিসেবে চালু করা হয়েছে। এই সেবার নিবন্ধন ফি বলা হয়েছে মাসে ৯.৯৯ মার্কিন ডলার। বিনামূল্যের এইচডি সংস্করণটি সামনের বছর চালু করা হবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা অন্য একটি দিকও তুলে ধরেছেন। স্টেডিয়াতে এখন যে গেমগুলো দেয়া হয়েছে, তা ইতোমধ্যেই গেমিং কনসোলগুলোতে রয়েছে। এতে সেবাটির সাফল্যে প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন তারা।