আগামী মাসের ৫ তারিখে নকিয়া পরিবারের সর্বশেষ সংস্করণ আসবে জানিয়ে নকিয়া তাদের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে।
পোস্টে ফোনটির নাম সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ফোনটি হতে পারে নকিয়া ৮.২। যেহেতু গত বছর ৮.১ উন্মোচন করেছিল নকিয়া। নকিয়া ৮.২ ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে আসতে পারে।
স্ন্যাপড্রাগন ৭৩৫ প্রসেসরের ফোনটির মূল ক্যামেরায় থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল লেন্স এবং ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১০। ৫০০ ডলারের আশেপাশেই ফোনটির দাম হতে পারে।
তবে এইচএমডি গ্লোবাল নকিয়া ৮.২ এর বদলে নকিয়া ২.৩ ও আনতে পারে।