গুগল ফটোস-এ চালু করা হচ্ছে ম্যানুয়াল ট্যাগিং ফিচার। এর মাধ্যমে ছবিতে কোনো চেহারায় আলাদাভাবে ট্যাগ করতে পারবেন গ্রাহক।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, এতদিন গুগল ফটোস স্বয়ংক্রিয়ভাবে চেহারা শনাক্ত করে ব্যবহারকারীর জন্য সাজিয়ে দিতো। এতে ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাগ করার চেয়ে ব্যবহারকারীর লাইব্রেরি ব্যবস্থাপনা বেশি সহজ ছিল। কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতি মাঝেমধ্যে কারও কারও চেহারা শনাক্ত বাদ রেখে যায়, আর তা সংশোধনেরও কোনো উপায় নেই।
ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাগ করার ফিচার চালু হয়ে গেলে এই বাদ পড়ে যাওয়া চেহারাগুলোতেও ট্যাগ করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েডবিষয়ক খবরের সাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর তথ্যমতে, ব্যবহারকারীরা তখনই কাউকে কোনো ছবিতে ট্যাগ করতে পারবেন যদি গুগল ফটোস ওই ছবিতে অন্তত কোনো মানুষের ছবি আছে তা শনাক্ত করতে পারে।
এর মানে হচ্ছে, গুগল ফটোস শনাক্ত করতে পারছে কিন্তু চেহারাটি কার তা বুঝতে পারছে না এমন অবস্থায়ই কেবল ম্যানুয়ালি ট্যাগ করা যাবে। কিন্ত গুগল ফটোস যদি ধরে নেয় ছবিতে কোনো মানুষের চেহারা নেই তখন আর এটি সম্ভব হবে না।
গুগল ফটোস-এর নতুন আপডেটে এই ফিচার চালু হবে বলে জানানো হয়েছে। আপডেটটি এখনও উন্মুক্ত করেনি গুগল।