গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ক্রেডিট সার্ভিস চালু করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। মি ক্রেডিট নামের এ সেবার আওতায় শাওমির স্মার্টফোন ব্যবহারকারী ভারতীয় গ্রাহকদের ৫ মিনিটের মধ্যে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।
ভারতে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম শাওমি। এর আগে ভারতীয় গ্রাহকরা শাওমির মি পে সেবা উপভোগ করতে পারতেন। শাওমির নিজস্ব এ অ্যাপের মাধ্যমে অনলাইনে অর্থ স্থানান্তরের সুবিধা ছিল।
এবার ভারতীয় গ্রাহকদের জন্য শাওমি নিয়ে এসেছে মি ক্রেডিট। এটা মি পের থেকে সম্পূর্ণ ভিন্ন সেবা দেবে। এ সেবা ব্যবহার করে সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের পর মাত্র ৫ মিনিটের মধ্যে একজন গ্রাহক সর্বোচ্চ ১ লাখ রুপি (ভারতীয় মুদ্রা) ঋণ পাবেন। ভারতের শীর্ষ কয়েকটি ব্যাংক এ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে।
শাওমির স্মার্টফোন ব্যবহারকারী ভারতীয়রা গুগল প্লে স্টোর থেকে মি ক্রেডিট অ্যাপটি ডাউনলোড দিতে পারবেন।