ন্ধ হলেও জীবন থেমে থাকে না। যাদের জন্ম থেকে দৃষ্টিশক্তি নেই, কিংবা যারা পরবর্তী জীবনে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদেরও জীবন এগিয়ে নিতে হয়। পড়াশোনা করতে হয়। জীবিকার তাগিদে কর্মযুদ্ধে নামতে হয়। এ লড়াইয়ে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ব্রেইল। এ পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীন মানুষ পড়াশোনা, চাকরি সবই করেন। ব্রেইল তাদের জীবনে আশীর্বাদ বয়ে এনেছে।
ব্রেইল পদ্ধতির প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মুঠোফোন তৈরি হয়েছে আগেই। এবার দৃষ্টিশক্তিহীন মানুষের জন্য ব্রেইল পদ্ধতির স্মার্টওয়াচ নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার স্টার্টআপ ডট ইনকরপোরেশন। ‘ডট ওয়াচ’ নামের এ ডিভাইসকে বিশ্বের প্রথম ব্রেইল স্মার্টওয়াচ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ডট ওয়াচ ব্যবহার করে একজন দৃষ্টিহীন কিংবা ক্ষীণ দৃষ্টিশক্তির মানুষ ফোনকল করতে পারবেন। একই সঙ্গে ব্যবহারকারীকে এমএমএস গ্রহণ ও ব্রেইল পদ্ধতিতে এসএমএস পড়ার সুবিধা দেবে ডট ওয়াচ। সঙ্গে সময় দেখার সুযোগ তো রয়েছেই।
ডট ওয়াচে রয়েছে ছোট আকারের একটি সর্বাধুনিক ডিসপ্লে। এ ডিসপ্লে ব্রেইল অক্ষরে লেখা প্রদর্শন করে। ব্যবহারকারী স্ক্রিনে আঙুলের স্পর্শের মাধ্যমে প্রয়োজনীয় নোটিফিকেশন পাবেন। সময় জানতে পারবেন। একেকটি ডট ওয়াচের দাম ধরা হয়েছে ৩৯৯ ইউরো। সঙ্গে রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি।
সিউলভিত্তিক ডট ইনকরপোরেশনের গ্লোবাল পার্টনারশিপ ম্যানেজার জিমিন রুয়ু জানান, ডট ওয়াচ তৈরির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ইলেকট্রোম্যাগনেটিক ডট সেল প্রস্তুত করা। এটি করতে প্রায় তিন বছর সময় লেগেছে। এর পরই ডট ওয়াচ বাস্তব রূপ পেয়েছে।
তিনি বলেন, আমরা বর্তমান বাজার পরিস্থিতিতে তুলনামূলক সস্তা ও সর্বাধুনিক মানের একটি ব্রেইল স্মার্টওয়াচ বানাতে চেয়েছিলাম। এজন্য ডট সেলের গবেষণায় বেশি সময় ব্যয় করা হয়েছে। অবশেষে আমরা সফল হয়েছি। ডট ওয়াচ বিশ্বব্যাপী দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভোগা ২৮ কোটি ৫০ লাখ মানুষকে আশার বার্তা দেবে। সূত্র: গেজেটস আফ্রিকা