আমেরিকার কোম্পানি ক্যারো নিয়ে এসেছে তাদের নতুন স্মার্ট ফ্যান ক্যারো স্মার্ট সিলিং ফ্যান। এই পাখাটির বিশেষত্ব হল ব্যবহারকারীরা এটিকে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা ব্যবহার করে একটি কমেন্টের মাধ্যমে চালু অথবা বন্ধ করতে পারবেন। তাহলে আসুন জেনে নিই পাখাটির দাম, ডিজাইন এবং ফিচার।
পাখাটির সাইজ ৪০ ইঞ্চি এবং এতে তিনটি এয়ারফয়েল ব্লেড রয়েছে যেগুলি এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি। পাখাটিতে রয়েছে ১০ স্পিড রিভার্সিবল মোটর যেটি ৬০ থেকে ২২০ আরপিএম পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে। দেওয়া হয়েছে পাঁচটি বাটন যুক্ত রিমোট যার মাধ্যমে আপনি পাখাটিকে অপারেট করতে পারবেন এছাড়াও কানেক্টিভিটির মধ্যে ওয়াইফাই সাপোর্ট রয়েছে যার মাধ্যমে আপনি বসে বসে পাখাটি চালাতে পারবেন।
এই নতুন স্মার্টফ্যানটির দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার ।