দেশের বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে বের করে তা সমাধানে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, সমস্যা মানেই সেখানে সম্ভাবনা খুঁজতে হবে। একজন উদ্যোক্তা যখন সমস্যা দেখেন, তার মানে তিনি সেটি সমাধানেরও পথ দেখতে পান। সেগুলো সমাধানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে হবে।
শনিবার (৭ ডিসেম্বর) আইডিইবি মিলনায়তনে সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, তরুণ ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তিনটি ‘পি’ দরকার আর তা হলো, পুঁজি, প্রশিক্ষণ এবং প্রযুক্তি। আর তাহলেই তাঁরা এগিয়ে যেতে পাড়বে।
জুনাইদ আহমেদ পলক বলেন, একজন উদ্যোক্তা সফল হলে বহু কর্মসংস্থান হবে। সেবা প্লাটফর্ম লিমিটেড আগামীতে বহু কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আজকের এই উদ্দ্যোগ সাফল্য বয়ে আনবে। পলক আরো বলেন, আমাকে প্রধান অতিথি না করে সেবা প্লাটফর্ম লিমিটেডের সদস্য হিসেবে বরন করলে আমি খুশী হব।
২০১৬ সালে ইমতিয়াজ যখন আমাকে এই বিষয়টি বলল তখন এই বিষয়টি একবারে নতুন ছিল, আমরা অনলাইন ই-কমার্স সম্পর্কে জানতাম। কিন্তু এই ধরণের সেবা যে আসতে পারে তা আমাদের কোনো ধারণা ছিল না। কিন্তু আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী যারা এবং আমরা যারা ডিজিটাল বাংলাদেশ এর আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে কাজ করি আমরা সব সময় নতুন কোন উদ্যোগকে স্বাগত জানানোর সাহস রাখি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসী, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গেনারেল ম্যানেজার-এস এম ই লীলা রশিদ, স্টার্টআপ অ্যাকসেলারেটর, বাংলাদেশ এর উপদেষ্টা টিনা জাবীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেবা প্লাটফর্ম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম।
পলক আরও বলেন, ১০ বছর আগে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল এবং তখন মাত্র ৫৬ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার যুগোপযোগী উদ্যোগের ফলে ইন্টারনেটের দাম কমিয়ে দেওয়া, ইন্টারনেটে সেবার বহর বৃদ্ধি ও সকল ধরনের সচেতনতা তৈরি করার ফলে বাংলাদেশে প্রায় ১০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এই ইন্টারনেটের দাম কমানোর ফলেই দেশে শত শত অনলাইন সেবা, বিভিন্ন ধরনের অ্যাপ অনলাইনে যুক্ত হতে পেরেছে। ফলে, মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে, দুনীতি ও অপচয় কমে এসেছে।
তিনি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
সেবা ডট এক্স ওয়াই জি অ্যাপসের ব্যাপক সাফল্যের পথ চলায় এবার আরেকটি মাইলফলক অতিক্রম করল সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রমে আরো গতি দিতে আসবে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এর নতুন উদ্ভাবন এসম্যানেজার।
এবারের আয়োজন এর টাইটেল স্পন্সর ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং সার্বিক সহযোগিতায় ছিল ডেইলি স্টার। এ ছাড়া কো- স্পন্সর ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আকাশ ডিটিএইচ , ইগলু আইসক্রিম এবং সেইলর। আর পার্টনার হিসেবে ছিল প্রাভা হেলথ, সহজ রাইটস এসএ টিভি , রেডিও আমার ৮৮.৪ এফএম। প্রাইম ব্যাংক লিমিটেড। বিভিন্ন ক্যাটাগরিতে চল্লিশটিরও বেশি অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার ইআরপি সলিউশন অ্যাপ এসম্যানেজার নিয়ে এসেছে সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। এসম্যানেজার ব্যবহার করে অনলাইনে এবং অফলাইনে ক্ষুদ্র উদ্যোক্তারা বেচা-বিক্রির ট্রাকিং , বাকীর হিসাব , ডিজিটাল পেমেন্ট কালেকশন, ক্ষুদ্র লোন সুবিধা, অর্ডার প্রসেসিং, একাউন্ট ম্যানেজমেন্ট সহ প্রয়োজনীয় সবকিছুই করতে পারবেন। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আর এসম্যানেজার তাদের ব্যবসায় পরিচালনায় নতুন গতি নিয়ে আসবে বলে মনে করেন সেবা প্ল্যাটফর্মের প্রধান নিবার্হী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম।