ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে ভারতজুড়ে ৫ হাজার ৫০০ রেলস্টেশনকে উচ্চ গতির ওয়াই-ফাই সুবিধার আওতায় আনা হয়েছে। এসব রেলস্টেশনে যাত্রী ও সাধারণ মানুষ বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারছে। খবর এএনআই ও এনডিটিভি।
ভারতের মিনিস্ট্রি অব রেলওয়ের আওতায় রেলটেইল প্রকল্পের অংশ হিসেবে নির্দিষ্ট স্টেশনগুলোয় উচ্চ গতির ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হয়েছে। ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম স্টেশন হিসেবে মুম্বাই সেন্ট্রাল স্টেশনকে ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা হয়। পরে ধীরে ধীরে দেশজুড়ে ৫ হাজার ৫০০ রেলস্টেশনকে এ নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। সর্বশেষ ঝাড়খণ্ডের মহুয়ামিলান স্টেশনকে ওয়াই-ফাই নেটওয়ার্কভুক্ত করার মধ্য দিয়ে প্রকল্পটি ৫ হাজার ৫০০ স্টেশনে বিস্তৃত হয়েছে।
ডিজিটাল দেশ গড়া ও রেলের আধুনিকায়নের জন্য ভারত সরকারের এ প্রকল্পে সহায়তা দিচ্ছে টেক জায়ান্ট গুগল ইন্ডিয়া, টাটা ট্রাস্ট রাষ্ট্র নিয়ন্ত্রিত পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল)। প্রকল্পটিতে ভারতের টেলিকম বিভাগের ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড (ইউএসওএফ) থেকে অর্থায়ন করা হয়েছে।