২০২০ সালে তাদের স্মার্টফোন নতুন অপারেটিং সিস্টেম থাকবে বলে জানিয়েছে হুয়াওয়ে । অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নয় বরং অ্যান্ড্রয়েডের পাশাপাশিই নতুন অপারেটিং সিস্টেম আনার কথা জানিয়েছেন হুয়াওয়ের প্রেসিডেন্ট ওয়াং চেংগলু ।
তিনি বলেন যদি কখন আমারা গুগলের সার্ভিস ব্যবহারের অনুমতি একবারে না পাই সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভাবে হারমনি ওএস ব্যবহার করবো।
হুয়াওয়ে তাদের পি৪০ ফ্ল্যাগশিপ ডিভাইস আনবে আগামী বছর। ফোনটি অ্যান্ড্রয়েডের পরিবর্তে নয় বরং অ্যান্ড্রয়েডের পাশাপাশিই হারমনি অপারেটিং সিস্টেম থাকবে। হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান রিচার্ড উ চীনের প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট গিজচায়না রিচার্ড উকে এই তথ্য জানান ।
যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করার পর গুগলও হুয়াওয়ের কাছে তাদের অ্যান্ড্রয়েড লাইসেন্স বিক্রি করবে না বলে জানায়। পরে অবশ্য আবারও তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। কিন্তু হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ না মেটায় বিকল্প হিসেবে সামনের বছর থেকেই হারমনি ওএস ব্যবহারে যেতে পারে হুয়াওয়ে।