এবার গুগল ম্যাপে যুক্ত হতে চলেছে এমন একটি ফিচার যেটি মানুষকে সাবধানে বাড়ি পৌঁছতে সাহায্য করবে। এই ফিচারে গুগল ম্যাপ উজ্জ্বল আলোকিত রাস্তাগুলিকে চিহ্নিত করে দেবে যেগুলি ব্যবহারকারীরা নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘লাইটিং লেয়ার’ এবং এতে ভালোভাবে আলোকিত রাস্তা একটি হলুদ রংয়ের দাগের মাধ্যমে দেখানো হবে।
এছাড়াও যে রাস্তায় আলো কম আছে অথবা নেই সেগুলিও চিহ্নিত করা হবে। গুগল ম্যাপের বিটা ভার্সনের একটি নতুন আপডেটে এই ফিচারটি দেখা গিয়েছে। টেস্টিং ঠিকঠাক চললে গুগল আগামী দিনে এই ফিচারটির স্টেবল ভার্শন নিয়ে আসতে চলেছে।