শেষ হতে চলেছে আরো একটি বছর। প্রতি বছরের মতোই এ বছর প্রযুক্তি দুনিয়ায় দেখা মিলেছে অসংখ্য নতুন গ্যাজেটের। এসেছে অনেকগুলো নতুন ল্যাপটপ। এর মধ্যে আকর্ষণীয় ফিচার এবং কার্যক্ষমতা দিয়ে বেশ কিছু ল্যাপটপ ব্যবহারকারীদের পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়।
এদিকে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ অনলাইন প্রকাশনা টেকরাডারে শিক্ষার্থীদের জন্য ২০১৯ সালের সেরা ল্যাপটপের একটি তালিকা করেছে।
ল্যাপটপ বিক্রিতে বিরাট একটি অংশ হচ্ছে স্টুৃডেন্ট। তাদের কথা মাথায় রেখে অনেক প্রতিষ্ঠান ল্যাপটপ বাজারে নিয়ে আসে।
২০১৯ সালে শিক্ষার্থীদের পছন্দের ল্যাপটপের সেরা তালিকা:
১: হুয়াওয়ে ম্যাটবুক ১৩
২: ডেল এক্সপিএস ১৩
৩: গুগল পিক্সেলবুক গো
৪: সারফেস ল্যাপটপ ২
৫: মাইক্রোসফট সারফেস গো
৬: এইচপি ইনভি এক্স৩৬০ ১৩ (২০১৯)
৭: মাইক্রোসফট প্রো ৬
৮: ডেল ইন্সপায়রন ক্রোমবুক ১১ ২-ইন-১
৯: অ্যাপল ম্যাকবুক এয়ার (২০১৯)
১০. ম্যাকবুক প্রো (১৫ ইঞ্চি, ২০১৯)