“সংযুক্তিতে উৎপাদন, দেশের হবে উন্নয়ন” স্লোগানে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিবসটি উপলক্ষে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জিরো পয়েন্টে অবস্থিত ডাকঘরের সামনে এসে শেষ হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সেমিনারসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করছে।
ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ নূর-উর-রহমান, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ডঃ শাহজাহান মাহমুদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জিপিও মিলনায়তনে দিবসের আলোচনা সভায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরা হয়।