২০১৯ এ বেশ কিছু দেশে চালু হয়েছে ৫জি। প্রায় সমস্ত বড় বড় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ৫জি ফোনের উপর কাজ শুরু করেছে বা লঞ্চ করে দিয়েছে। এই তালিকায় এলজি, ভিভো, শাওমি,অপো, হুয়াওয়ে, এবং অনার
এর নাম রয়েছে। তবে এই সমস্ত কোম্পানিকে পিছনে ফেলে সবার উপরে আছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং ।
সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৯ এর দ্বিতীয় কোয়ার্টারে ৫জি মার্কেটের ৭৪ শতাংশ দখল করে আছে স্যামসাং।
১০ শতাংশ মার্কেট শেয়ার কমেছে স্যামসাংয়ের
২০১৭ সালের দ্বিতীয় কোয়ার্টারে সমগ্র মার্কেটের ৮৪ শতাংশ স্যামসাংয়ের দখলে ছিল। তবে সম্প্রতি রিপোর্টে দেখা যাচ্ছে ১০ শতাংশ মার্কেট শেয়ার কমেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানির। এই রিপোর্টে তৃতীয় স্থানে আছে এলজি, যারা এখনো পর্যন্ত প্রায় ০.৪০ মিলিয়ন ৫জি ডিভাইস বিক্রি করেছে।