শাওমি ‘মি ৯’ ব্যবহারকারীরা তাদের ফোনে অদ্ভুত এক সমস্যা পেয়েছেন। ফোনে যখনই নতুন কোনো ওয়ালপেপার ইনস্টল করা হচ্ছে তখনই স্ক্রিন লক হয়ে কালো হয়ে যাচ্ছে।
বেশ কয়েকজন ব্যবহারকারী রেডিট অ্যাকাউন্টে সমস্যাটি জানিয়ে পোস্ট করেছে। সেখানে তারা এমন সমস্যার সমাধান কী হতে পারে তা জানতে চেয়েছেন।
ব্যবহারকারীদের মধ্যে একজন জানিয়েছেন, ফোনে ওয়ালপেপার সেট করার পর সেকেন্ডের মধ্যেই ফোন বন্ধ হয়ে গিয়ে চালু হচ্ছে। চালু হবার পর পুরো স্ক্রিন কালো আকার ধারণ করে। এমন অবস্থায় ৫-৬ বার ঘটার পর স্ক্রিন লোড হলেও সেখানে রিবুট, উইপ ডেটা এবং কন্টাক মি অ্যাসিস্ট্যান্ট- এই ৩টি অপশন ছাড়া আর কোনো অপশন দেখায় না।
তবে বিষয়টি নিয়ে শাওমির পক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি।