২৬ ডিসেম্বর লঞ্চ হবে অপো রেনো ৩ আর অপো রেনো ৩ প্রো। ধীরে ধীরে এই দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই জানা গিয়েছে অপো রেনো ৩ প্রো ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৭৬৫ জি চিপসেট।
এবার অপো জানিয়েছে অপো রেনো ৩ ফোনে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০এল ৫জি চিপসেট। এছাড়াও অপো রেনো ৩ প্রো ফোনে থাকবে ভিওওসি ৪.০ ফাস্ট চার্জিং।
ইতিমধ্যেই অপো অফিশিয়াল ওয়েবসাইটে অপো রেনো ৩ সিরিজ সম্পর্কে আগ্রহ প্রকাশ করতে পারবেন গ্রাহকরা। এই পেজে অপো রেনো ৩ সিরিজের দুই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে হয়েছে। জানা গিয়েছে অপো রেনো ৩ ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০এল ৫জি চিপসেট। অপো রেনো ৩ ফোনটি 7.96 মিমি চওড়া।
অন্যদিকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন জানিয়েছেন অপো রেনো ৩ প্রো ফোনে থাকছে ভিওওসি ৪.০ ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র ২০ মিনিটে এই ফোনের ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।
সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল এই ফোনে থাকবে ৩৯৩৫ এমএএইচ ব্যাটারি ব্যাটারি।
সেপ্টেম্বর মাসে ভিওওসি ৪.০ চার্জিং প্রযুক্তি সামনে এনেছিল অপো। নতুন প্রযুক্তি ব্যবহার করে ৪ হাজার এমএএইচ ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ৬৭ শতাংশ আর ৭৩ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
অপো রেনো ৩ সিরিজে থাকছে ৩৬০ ডিগ্রি অ্যান্টেনা ডিজাইন। এই কারণে অন্যান্য ফোনের থেকে এই ফোনে সিগনাল গ্রহণ করার ক্ষমতা বেশি।