২৮টি হাইটেক পার্কে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন সঠিকভাবে এগিয়ে নিতে প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যন্ত ইন্টারনেট সহজলভ্য করতে সব ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনে তথ্য-প্রযুক্তি বিভাগ কাজ করছে।
গতকাল বুধবার মিরপুর স্কলাস্টিকা স্কুল মিলনায়তনে স্কলাস্টিকা টেকফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব আমাদের দ্বারপ্রান্তে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার, অ্যাকাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে।’ অনুষ্ঠানে স্কলাস্টিকা মিরপুর শাখার প্রধান নুরুন্নাহার মজুমদারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।