বাজারে আসছে নতুন ফোন নকিয়া ২.৩। সম্প্রতি প্রকাশিত এক টিজারে গ্রাহকদের ফোনটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে নকিয়া।
ডুয়াল সিম নকিয়া ২.৩ ফোনটিতে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চলবে। এ ফোনে রয়েছে ৬ দশমিক ২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। আরো রয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। নকিয়া ২.৩ ফোনটিতে রয়েছে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট স্টোরেজ।
ছবি তোলার জন্য নকিয়া ২.৩ ফোনটির পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। একই সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য নকিয়া ২.৩ ফোনটিতে রয়েছে ফোরজি এলটিই, ওয়াই-ফাই ও ব্লুটুথ সুবিধা, ২.০ ভার্সনের মাইক্রো ইউএসবি এবং ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক। নকিয়া ২.৩ ফোনটি গ্রাহকরা পাবেন ৪ হাজার এমএএইচের ব্যাটারি। এ কারণে ফোনটি একবার চার্জ দিলে অনায়াসে দুদিন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
টিজারে বৈশিষ্ট্য প্রকাশ করলেও কবে নাগাদ ফোনটি বাজারে আসবে সে বিষয়ে কিছু জানায়নি নকিয়া। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে গ্রাহকরা তিনটি রঙের নকিয়া ২.৩ ফোন হাতে পাবেন। এ মডেলের একেকটি ফোনের দাম ধরা হয়েছে ১০৯ ইউরো। সূত্র: এনডিটিভি