চীনভিত্তিক ইন্টারনেট কোম্পানি বাইদুর কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করবে দক্ষিণ কোরিয়াভিত্তক স্যামসাং। এ নিয়ে উভয় প্রতিষ্ঠান জোট বেঁধেছে। আগামী বছরের শুরু থেকে বৃহৎ পরিসরে বাইদুর জন্য ‘কুনলুন’ নামের চিপ তৈরি করবে প্রতিষ্ঠানটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
যৌথ বিবৃতিতে জোটবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্যামসাং ও বাইদুর মধ্যে চিপের জন্য জোটবদ্ধ হওয়ার এটাই প্রথম ঘটনা। জানা যায়, বাইদুর নিজস্ব ক্লাউড, এজ ও এআইয়ের এক্সপিইউ নিউরাল প্রসেসরে ব্যবহার করা হবে কুনলুন চিপ, যা তৈরিতে ১৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে স্যামসাং।
বৈশ্বিক চিপ বাজারে ক্রমান্বয়ে উপস্থিতি বাড়াচ্ছে স্যামসাং। কুনলুন চিপ বাইদুর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফ্রেমওয়ার্ক আর্নিতে ব্যবহার করা হবে। এটি কর্মক্ষমতার কারণে সাধারণ জিপিইউর চেয়ে তিন গুণ গতিতে ‘ভাষা প্রক্রিয়াকরণ’ করতে পারবে।