আইক্লাউডে বাগ খুঁজে বের করতে পারলে মিলবে এক লাখ ডলার পুরস্কার। বাগ খুঁজে বের করার জন্য আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস এবং ওয়াচওএস’র সর্বশেষ সংস্করণগুলোতে পরীক্ষা চালাতে হবে গবেষকদের।
বৃহস্পতিবার নিজেদের ডেভেলপার পেইজে ওই বাগ বাউন্টি প্রোগামের ঘোষণা দিয়েছে অ্যাপল। মূলত সর্বশেষ সংস্করণের আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস এবং ওয়াচওএস’র আইক্লাউড বাগ খুঁজে বের তা জানাতে হবে অ্যাপলকে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
বাগ খুঁজে জানানোর কাজে যেন সুবিধা হয়, সেজন্য নানাপদের শ্রেনীবিভাগও করে দিয়েছে অ্যাপল। একেক ধরনের বাগের জন্য একেক রকম পুরস্কার অংকেরও ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল প্রোডাক্ট সিকিউরিটি’তে খুঁজে পাওয়া বাগের ব্যাপারে সুষ্ঠুভাবে জানিয়ে গবেষকরা জিতে নিতে পারবেন এক লাখ ডলার থেকে শুরু করে দশ লাখ ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার।
বছরের শুরুতে লাস ভেগাসে অনুষ্ঠিত এক সাইবারসিকিউরিটি সম্মেলনের নিরাপত্তা গবেষকদের বিশেষ আইফোন দিয়েছিল প্রতিষ্ঠানটি। ২০১৬ সালেও নিরাপত্তা বাউন্টি প্রোগাম করেছিল অ্যাপল। ওই সময় সিস্টেমে ত্রুটি খুঁজে তা জানানোর জন্য দুই লাখ ডলারের আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি।
অতীতে গুগল ও ফেইসবুকও একই কাজ করেছে। মাইক্রোসফট, ইয়াহু, ক্রাইসলার এবং ইউনাইটেড এয়ারলাইন্সের মতো প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন সময় ‘বাগ বাউন্টি’ আয়োজন করে।