অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক উবারের পরিচালনা বোর্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার উবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। উবারে থাকা সব শেয়ারও ছেড়ে দিচ্ছেন কালানিক। ফলে উবার থেকে একেবারেই আলাদা হয়ে যাচ্ছেন উবারের সহ-প্রতিষ্ঠাতা।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শেষ নাগাদ উবার থেকে সরে দাঁড়াবেন ট্রাভিস কালানিক। বেশ কিছু কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৭ সালে উবারের প্রধান নির্বাহী পদ ছাড়তে বাধ্য হন ৪৩ বছর বয়সী এ উদ্যোক্তা। তবে উবারের নয়, সদস্যের পরিচালনা পর্ষদে নিজের পদ ধরে রেখেছিলেন তিনি। সম্প্রতি উবারে থাকা নিজের অধিকাংশ শেয়ার বিক্রি করে দেন তিনি। গত দুই মাসে আড়াই বিলিয়ন মার্কিন ডলার শেয়ার বিক্রি করেছেন। একসময় উবারে ৯০ শতাংশের বেশি শেয়ার ছিল কালানিকের।