স্মার্টফোনে দু-তিনটি ক্যামেরা এখন স্বাভাবিক বিষয়।
এক ফোনে ছয়টি ক্যামেরা ব্যবহারের খবরও এরই মধ্যে প্রকাশ্যে এসেছে। তাই সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী স্মার্টফোনের ইমেজ সেন্সর বানিয়েও চাহিদা মেটাতে পারছে না সনি।
জাপানিজ টেক জায়ান্ট সনি জানিয়েছে, চাহিদা পূরণের লক্ষে গত দুবছর ধরে ছুটির মৌসুমেও কাজ করছে তারা। তারপরও কুলাতে পারছে না। প্রতিষ্ঠানটির মতে, ফোনে ক্যামেরার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এখন অধিকাংশ ফোনের জন্য কয়েকটি করে সেন্সর তৈরি করতে হচ্ছে। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।
চলতি বছর ক্যামেরা সেন্সর উৎপাদন খাতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে সনি। যা গত বছরগুলোর চেয়ে দ্বিগুণ। ২০২০ সালে নতুন একটি কারখানাও তৈরি করছে প্রতিষ্ঠানটি। নতুন বছরের এপ্রিল থেকে উৎপাদন কাজ শুরু হবে কারখানাটিতে।
সনি সেমিকন্ডাক্টর বিভাগের প্রধান তেরুশি শিমিজু জানিয়েছেন, আমরা নতুন কারখানা করছি, জনবল বাড়াচ্ছি। তারপরও চাহিদা অনুযায়ী হয়তো ইমেজ সেন্সর তৈরি হয়তো সম্ভব হবে না। ক্রেতাদের চাহিদা পূরণ না করতে পারায় আমাদেরকে ক্ষমা চাইতে হচ্ছে।