দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ড ‘ওয়ালটন রেফ্রিজারেটর’ এর অফিসিয়াল পেজকে ভেরিফায়েড পেজের স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুক।
ওয়ালটন রেফ্রিজারেটরের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/waltonref গত ২৫ ডিসেম্বর এ স্বীকৃতি পেয়েছে।২০১৮ সালের ডিসেম্বরে ওয়ালটন রেফ্রিজারেটরের অফিসিয়াল পেজ চালু করা হয়। বর্তমানে পেজটির ফলোয়ার সংখ্যা সাড়ে এক লাখের বেশি।
ভেরিফায়েড পেজের স্বীকৃতি হিসেবে ‘ওয়ালটন রেফ্রিজারেটর’ পেজে নীল রঙের টিক চিহ্ন যুক্ত হয়েছে, যা প্রমাণ করে পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত এবং প্রকৃত স্বত্বাধিকারীর মাধ্যমেই সেটি পরিচালিত হচ্ছে। নিশ্চিত হওয়া যায় যে, পেজটি ভুয়া বা নকল নয়।
এ প্রসঙ্গে ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. নাজমুল হোসেন (ইভান) বলেন, ‘এটা অবশ্যই আনন্দের একটি বিষয়। ফেসবুকে ওয়ালটন রেফ্রিজারেটর নিয়ে ব্যবহারকারীদের ভালোবাসার জোরেই আমরা এই কৃতিত্ব অর্জন করেছি। ভেরিফায়েড হওয়ায় ফেসবুকে নানা পেজের ভিড়ে প্রকৃত ওয়ালটন রেফ্রিজারেটর পেজ শনাক্ত করা সকলের জন্য সহজ হবে। দেশে-বিদেশে ওয়ালটন রেফ্রিজারেটরের অগ্রযাত্রা আরো গতি পাবে এই ভেরিফায়েড পেজটির মাধ্যমে।’
আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড অনুসরণ করে দেশে রেফ্রিজারেটর তৈরি করছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেটের মতো বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। রেফ্রিজারেটরে উৎপাদন ও রপ্তানিতে বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি এফিশিয়েন্সি রেটিং, আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট অর্জন করেছে ওয়ালটন। ফলে দেশের চাহিদা পূরণ করে ওয়ালটন রেফ্রিজারেটর রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
উল্লেখ্য, এর আগে ওয়ালটনের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/Waltonbd) এবং ওয়ালটন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজটিও (www.facebook.com/waltontelevision) ভেরিফায়েড পেজের স্বীকৃতি পেয়েছে।