রবিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশের চিত্রশিল্পের অন্যতম পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে ডুডল প্রদর্শন করছে সার্চ ইঞ্জিন গুগল।
জয়নুল আবেদিন ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্রাফটস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পুরোধা। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই গুগলের বিশেষ আয়োজন।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলে চোখে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে করা ডুডলটি।
ডুডলটিতে দেখা যায়, রং তুলি আর ছবি আঁকার কাগজ নিয়ে একটি গাছের নিচে বসে ছবি আঁকছেন জয়নুল আবেদিন। তুলির আঁচড়ে গুগল শব্দটি লিখছেন তিনি। ঠিক তার পাশ ঘেঁষেই রাস্তা দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন কলসি বহন করা এক ব্যক্তি। যার পোশাক আর গড়নে রয়েছে দুর্ভিক্ষের ছাপ।
১৯৪৩ সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য জয়নুল আবেদিন বিশেষ খ্যাতি অর্জন করেন। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে আরও রয়েছে- নৌকা, সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত তার শিল্পকর্মের সংখ্যা ৮০৭।
উল্লেখ্য, বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বা স্মরণ করতে গুগল নিজেদের হোমপেজে বিশেষ লোগো প্রদর্শন করে। এটা ডুডল হিসেবে পরিচিত। গুগল সার্চের মূল পাতায় প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চ বার।
জয়নুল আবেদিনকে নিয়ে করা ডুডলে ক্লিক করলে তাকে নিয়ে গুগলের নানা অনুসন্ধানের ফলও দেখা যাবে।