আগামী বছর তৃতীয় প্রান্তিকে আরেকটি ফোল্ডএবল স্মার্টফোন মেইট এক্স২ উন্মোচন করতে পারে হুয়াওয়ে।
উন্মোচনের সময় থেকে ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানের নতুন কিরিন ১০০০ প্রসেসর ব্যবহার করা হবে ডিভাইসটিতে। আর ডিভাইসটি উন্মোচন করা হতে পারে আইএফএ ২০২০-এ।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের মতো নকশা রাখা হতে পারে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল স্মার্টফোনটিতে।
ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি ফোল্ডের মতো ভেতরের দিকেই পর্দা ভাঁজ হবে নতুন ফোল্ডএবল মেইট এক্স২-এর। হুয়াওয়ের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন মেইট এক্স-এর পর্দা ভাঁজ হয় বাইরের দিকে।
এ ছাড়াও নতুন কিরিন ৯৯০ ৫জি প্রসেসর দিয়ে মেইট এক্স-এর একটি আপডেটেড সংস্করণ আনতে পারে হুয়াওয়ে। এই ডিভাইসটি উন্মোচন করা হতে পারে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০-এ। হুয়াওয়ে কনজিউমার গ্রুপ প্রধান রিচার্ড ইউ বলেন, বেশ কিছু উন্নতি নিয়ে আসবে মেইট এক্স।
চলতি বছর ফেব্রুয়ারিতে প্রথম মেইট এক্স উন্মোচন করে হুয়াওয়ে। ইউ বলেন ডিভাইসটির নতুন সংস্করণে ফোল্ডএবল কব্জা আরও উন্নত করা হবে। ডিভাইটির পর্দাও আগের চেয়ে বেশি দাগ প্রতিরোধী হবে।
মূল মেইট এক্স-এর মতোই নতুন সংস্করণটিও গুগল সেবা এবং অ্যাপ ছাড়াই উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে।