মাইক্রোসফট আগামী ৩০ জানুয়ারির পর থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম হতে কর্টানা অ্যাপের সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সেবাটি অপারেটিং সিস্টেম চালিত কোনো স্মার্টফোনে ব্যবহার করা যাবে না।
মাইক্রোসফট কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম থেকে কর্টানা অ্যাপের সমর্থন তুলে নিলেও তা কাজে লাগিয়ে তৈরি করা কোনো কনটেন্ট মুছে ফেলা হবে না।
বিশ্বজুড়ে কর্টানা অ্যাপটি বন্ধ হলেও যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ‘সারফেস’ হেডফোনে কর্টানা ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি ব্যবহারকারীদের মুখের কথায় অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কাজ করার কথা মনে করিয়ে দিত।
অ্যাপটির জনপ্রিয়তা ও ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়াতে মাইক্রোসফট এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।