বন্দরনগরী চট্টগ্রামের খুলশীতে স্থাপিত হয়েছে পানির এটিএম বুথ। পানির এই এটিএম বুথটি দেখতে হুবহু ব্যাংকের এটিএম বুথের মতো। সাজ-সজ্জাও অনেকটা সেরকম। তবে ব্যাংকের বুথ থেকে টাকা বের হয়ে আসলেও, এখানে কার্ড দেওয়ার পর পাইপ দিয়ে বের হয়ে আসবে বিশুদ্ধ পানি। কার্ড তুলে নিলে পানিও বন্ধ হয়ে যাবে।
এটিএম বুথে কার্ডের মাধ্যমে বিশিদ্ধ পানি সরবরাহের এই সুবিধা চালু করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘ড্রিংকিং ওয়েল ওয়াটার’। চট্টগ্রাম ওয়াসা থেকে পানি কিনে বিশুদ্ধ করণের মাধ্যমে এই সেবাটি চালু হচ্ছে ১ জানুয়ারি থেকে। প্রতি লিটার পানির দাম ধরা হয়েছে ৬০ পয়সা।
নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশীর এক নম্বর সড়কের মুখে এমনই একটি বুথ স্থাপন করা হয়েছে। বিশাল বুথটির পেছনের অংশে পানি বিশুদ্ধ করার যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এছাড়া, ওয়াসার প্রধান কার্যালয়ের সামনে, আগ্রাবাদ ওয়াসা অফিসের সামনে এবং বহদ্দারহাটে (ওয়াসা বোস্টারের সামনে) পরীক্ষামূলকভাবে বুথ স্থাপন করা হচ্ছে।