গ্লোবাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ই-ল্যার্নিং সলিউশন সরবরাহকারী প্রতিষ্ঠান পিএমঅ্যাস্পায়ার এবং এফআর কনসালট্যান্সির মধ্যে এক চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় এফআর কনসালট্যান্সিকে ই-লার্নিং এন্টারপ্রাইজ সলিউশন (এলএমএস) সেবা দেবে পিএমঅ্যাস্পায়ার। প্রতিষ্ঠানটি এফআর কনসালট্যান্সির বিক্রয় দক্ষতা বিকাশে দেশব্যাপী ই-লার্নিং কোর্স প্রসারিত করবে।
পিএমঅ্যাস্পায়ারের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা আহমেদ হুসেন আহবুব উদ্দিন ও এফআর কনসালট্যান্সির চিফ রুবায়েত রায়হান চুক্তিতে সই করেন। এ সময় পিএমঅ্যাস্পায়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আল মামুন এবং বিদ্যুত্ কুরিয়ার লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, এফআর কনসালট্যান্সির চিফ টেকনোলজি অফিসার ইনজামুল হক জামিল উপস্থিত ছিলেন।
পিএমঅ্যাস্পায়ার এন্টারপ্রাইজ এলএমএস ক্লাউড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অনলাইন কোর্স তৈরিতে এবং যেকোনো স্থান থেকে শিখতে সাহায্য করে। এটি এমন একটি অনলাইন প্রশিক্ষণ প্লাটফর্ম, যা অনলাইনভিত্তিক প্রশিক্ষণকে সহজে যেকোনো প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। ফলে খরচ অনেকটাই কমে আসে এবং পরবর্তী সময় কর্মীদের উত্পাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে।