ফুলস্ক্রিন স্মার্টফোন ডিজাইন নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলো কঠোর পরিশ্রম করে চলেছে। তারই ফলশ্রুতিতে ইতিমধ্যে স্মার্টফোনে দেখা গেছে নচ, পাঞ্চ হোল, পপ-আপ এবং রোটিটিং ক্যামেরা। এবার আরেকটি চমক হতে যাচ্ছে অপোর নতুন একটি পেটেন্ট।
এখন পর্যন্ত সকল পপ-আপ ক্যামেরা স্মার্টফোন উপরে দেখা গেছে, কিন্তু সিএনআইপির (চায়না ন্যাশনাল ইন্টেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশন) ডাটাবেজে পাওয়া অপোর একটি পেটেন্টে দেখা গেছে, পপ-আপ ক্যামেরা থাকবে ফোনের সাইডে। এই প্রথমবারের মতো সাইড-মাউন্টেড পপ-আপ ক্যামেরার ফোন দেখা গেল অপোর পেটেন্টের মাধ্যমে।
পেটেন্টের স্ক্যাচে দেখা গেছে, মোটরাইজড ক্যামেরা সিস্টেমটি থাকবে ফোনের ডান দিকে। এছাড়াও পপ-আপ ক্যামেরার নিচের দিকে ফোনের পেছনে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ দেখা গেছে।
ডান পাশে আরো দেখা গেছে পাওয়ার বাটন। আর বাঁ পাশে ভলিউম বাটন ও সিম স্লট। আর ফোনের নিচে দিকে স্পিকার, টাইপ-সি পোর্ট এবং হেডফোন জ্যাক।
এই ডিজাইনের ফোন কবে নাগাদ তৈরি হতে পারে বা আদৌ তৈরি করা হবে কিনা, সে ব্যাপারে সু-স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সকল পেটেন্টকে উৎপাদন পর্যায়ে নিয়ে যায় না। অর্থাৎ কোনো ডিজাইনের পেটেন্ট করা মানেই যে সেই ডিজাইনের ফোন উৎপাদন করা হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে পপ-আপ ক্যামেরা সিস্টেম ইতিমধ্যে অপোর নানা উদ্যোগের ফলে এটা আশা করা যায় যে, আমরা খুব দ্রুত বা পরবর্তীতে সময়ে এ ধরনের একটি ফোন পেতে পারি।
তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা