এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের আয়োজনে ৩রা জানুয়ারী শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে একটি অভিজাত কনভেনশন সেন্টারে তাদের ই-টিকেটিং এবং ট্রাভেল এজেন্ট অফিসার” ৭ থেকে ১২ তম ব্যাচের কোর্স সম্পূর্ণকারীদের সার্টিফিকেট প্রদান করে।
এভিয়েশন এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরে তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা সংক্রান্ত এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার বাংলাদেশে প্রথম ই-টিকেটিং এর উপর ই-লার্নিং কোর্সের উদ্বোধন করে।
উক্ত আয়োজনে Sabre GDS Software এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ সাইফুল হক, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমান বন্দর এর প্রাক্তন “ওসি ইমিগ্রেশন” আব্দুল হাকিম , সৌদি এয়ারলাইন্স, এমিরাটস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এর কর্মকর্তা গন সহ বিভিন্ন ট্রাভেল এজেন্সির ম্যানেজার, এবং এভিয়েশন এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই খাতের উন্নয়নের মূল্যবান মতামত প্রদান করেন।
এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান যাকি এস বারী বলেন, “আমাদের এই আয়োজনটির মাধ্যমে যারা এয়ার টিকেটিং এবং ট্রাভেল ট্যুরিজমে সেক্টরে চাকরি খুঁজছেন এবং যারা এই ট্রেডে চাকরি দিচ্ছেন, তাদের কে একটি প্লাটফর্ম এ দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছি, এতে এই ট্রেডের সকলেই উপকৃত হবে।
তিনি আরও বলেন, এই ই-লার্নিং এর মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ, ই-টিকেটিং এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টর এর কাজ শিখতে পারবেন। দেশের বেকার সমস্যা সমাধানে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার কাজ করতে পারায় আমরা গর্বিত।