দু-চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা বাজাজ অটো জানুয়ারিতে তাদের জনপ্রিয় স্কুটার, চেতক এর ইলেকট্রিক ভার্সন নিয়ে আসবে। এই স্কুটারে ব্যবহার করা হবে লাইভ ট্র্যাকিং এর মতো ফিচার। অর্থাৎ আপনি একটি স্মার্টফোন দিয়ে স্কুটারটি ট্র্যাক করতে সক্ষম হবেন।
আসুন জেনে নেই বাজাজ চেতক সম্পর্কে ৪ টি গুরুত্বপূর্ণ তথ্য।
বাজাজ চেতক মোটর ও ব্যাটারি :
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে 4kW ইলেকট্রিক মোটর ব্যবহার করা হবে। এতে আইপি৬৭ রেটিং যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে।
বাজাজ চেতক রেঞ্জ :
আপনি যখনই কোনো ইলেকট্রিক গাড়ি- সেটি দু -চাকা হোক বা চার চাকার, এর রেঞ্জ নিয়ে সর্বদা একটি প্রশ্ন থাকে। আপনাকে জানিয়ে রাখি নতুন চেতক বৈদ্যুতিনইলেকট্রিক স্কুটারটিতে দুটি ড্রাইভিং মোড থাকবে – ইকো এবং স্পোর্ট। ইকো মোডে এক চার্জে ৯৫ কিমি যাওয়া যাবে, আবার স্পোর্ট মোডে ৮৫ কিমি যাওয়া যাবে।
বাজাজ চেতক ফিচার :
নতুন চেতক স্কুটারে বাজাজের কোনো লোগো থাকবেনা। এটা সম্পূর্ণ মেটাল বডি ও ছটি রঙের বিকল্পে আসবে। এরসাথে থাকবে ডিজিটাল কনসোল, DRLs সহ হর্সেসে-আকারের এলইডি হেডলাইট এবং সিক্যুয়ালি স্ক্রোলিং এলইডি ব্লিঙ্কার এর মতো ফিচার।