অনলাইনে অর্ডার করলেই কম দামে কিংবা বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যেত আইফোন। কম দামে আইফোন দেখে অনেকেই তা লুফে নিতেন। দামে কম হওয়ায় কিংবা ছাড় থাকায় ক্রেতার সংখ্যাটাও অনেক বেশি। এসব আইফোন বিক্রি করে প্রতিদিন লেনদেন হতো কয়েক লাখ টাকা।
রাজধানীর উত্তরা থেকে প্রায় ৫০ লাখ টাকার অবৈধ মোবাইল হ্যান্ডসেট-সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ান-৭ পরিচালিত এই যৌথ অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল-সরঞ্জামের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বিটিআরসি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাটির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের পরিচালক এম এ তালেব হোসেন তত্ত্বাবধানে র্যাবের নির্বাহী ম্যাজেস্ট্রট সারওয়ার আলম ও এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপ-পরিচালক এসএম গোলাম সারোয়ারের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও সরঞ্জামগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
সূত্রমতে, উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ও আমীর কমপ্লেক্সে নকল ও অণুমোদনবিহীন এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা ১৬টি মোবাইল হ্যান্ডসেট বিক্রয়কারী প্রতিষ্ঠানে গত ৩০ ডিসেম্বর অভিযান চালানো হয়।
অভিযানে ১৮৭টি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট ও ট্যাব, ৪টি নকল স্মারাটওয়াচ, ২৪টি নকল মেমরি কার্ড এবং ৯টি নকল আইএমইআই স্টিকার জব্দ করা হয়। এর বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লাখ টাকা।