ওয়ানপ্লাস ৭ সিরিজের স্মার্টফোনগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মূলত এ সিরিজের ওপর ভর করে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আলাদা পরিচিতি পেয়েছে চীনা এ ব্র্যান্ড। সাফল্যের ধারাবাহিকতায় এবার ৮ সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনছে ওয়ানপ্লাস। চলতি বছর এ সিরিজের তিনটি ডিভাইস বাজারে আসতে পারে বলে প্রতিষ্ঠানটির সূত্রে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।
ওয়ানপ্লাস তুলনামূলক কম দামে গ্রাহকদের হাতে আধুনিক স্মার্টফোন তুলে দিতে আগ্রহী। এ লক্ষ্য মাথায় রেখে কোম্পানিটি ওয়ানপ্লাস ৮ লাইট মডেলের একটি স্মার্টফোন বাজারে ছাড়বে। ওয়ানপ্লাস ৮ মডেলের ডিভাইসটিতে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৪ হাজার এমএএইচ ব্যাটারি এবং ৬০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটিতে আরো থাকছে ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট মেমোরি।
তুলনামূলক বেশি দামের ওয়ানপ্লাস ৮ প্রো স্মার্টফোনে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটি ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে। স্মার্টফোনটি স্যামসাং ও অ্যাপলের ডিভাইসের সঙ্গে পাল্লা দিতে বাজার আনছে ওয়ানপ্লাস। এতে ৬ দশমিক ৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, ১২ গিগাবাইট র্যাম, থ্রিডি ফেসিয়াল রিকগনিশন, ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি, সর্বাধুনিক সেলফি ক্যামেরাসহ আরো কিছু সুবিধা থাকবে।