সম্প্রতি স্যামসাং বাজারে এনেছে সিরো মডেলের ৪৩ ইঞ্চি ফোর-কে টিভি। এই টিভি প্রয়োজনমতো আড়াআড়ি ও উলম্ব দুইভাবেই ঘুরিয়ে দেখা যাবে।
টিভিটির পেছনে থাকা উলম্ব স্ট্যান্ডটির সাথে স্থায়ীভাবে টিভিটি আটকানো থাকবে। স্ট্যান্ডটির সঙ্গে ৪.১ চ্যানেল ও ৬০ ওয়াটের স্পিকার আছে। রিমোট কন্ট্রোল বা স্যামসাং মোবাইলের মাধ্যমে অনায়াসেই টিভি ঘোরানো যাবে। ইনস্টাগ্রামের স্টোরি, টিকটকের ভিডিও এবং স্ন্যাপচ্যাটের কনটেন্ট ভিডিওগুলো সাধারণত উলম্বভাবেই হয়ে থাকে। এখন থেকে সেগুলোকে স্ক্রিন ঘুরিয়ে পূর্ণ স্ক্রিনেই এই টিভিতে দেখা যাবে।
গ্যালাক্সি ফোনের ডিসপ্লেকে সহজেই টিভিতে রূপান্তর করা যাবে। কিন্তু আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে আলাদা রিমোট ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে এয়ারপ্লে-২ খুব ভালো সমর্থন করবে।
এখন পর্যন্ত স্যামসাং টিভির দাম সম্পর্কে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে পাওয়া যাবে।