শেষ হচ্ছে অপেক্ষার পালা। স্যামসাংয়ের বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস১১ ফোন ফেব্রুয়ারির ১১ তারিখ উন্মোচিত হবে। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম ফ্ল্যাগশিপ সিরিজের এই ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইভেন্টে উন্মোচন করা হবে।
প্রযুক্তিবিদরা ধারণা করছেন, এই এস১১ দিয়েই স্যামসাং এবার বাজার ধরবে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তাতে ইঙ্গিত মিলেছে ‘চমক জাগানিয়া’ এক ফোনের।
২০২০ সালের নতুন ফোনে যেসব ফিচারই থাকুক না কেন, সব কিছু ছাপিয়ে আলোচনার টেবিল গরম করবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি। ৫জি নেটওয়ার্ক ব্যবহার করলে চার্জ যাবে দ্রুত, ফোন হবে গরম। গত বছর যেসব ফোনে ৫জি সুবিধা ছিল, তারা এসব সমস্যা ঠিকমতো মোকাবিলা করতে পারেনি।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি এস১১ এই সমস্যা কাটিয়ে সবার আগে বাজারে আসছে।
১১ ফেব্রুয়ারি গ্যালাক্সি এস১১ তিনটি মডেলে আসছে। আগে ধারণা করা হয়েছিল চারটি মডেলে আসবে।
এস১১ সবচেয়ে বড় চমক দেখাতে পারে স্ক্রিনের ক্ষেত্রে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন ব্যবহার করার কথা শোনা যাচ্ছে! যেটি টিভিতে ব্যবহার করা হয়। ফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট বলতে ৬০ হার্টজকে বোঝায়।
ইমেজ শো করানোর জন্য একটি মনিটর/স্ক্রিন সেকেন্ডে কতবার রিফ্রেশ করে, তার পরিমাপকে রিফ্রেশ রেট বলে।
রিফ্রেশ রেটের গতি বাড়লে গ্রাফিকস হবে চোখধাঁধানো, গেমাররা পাবেন স্বস্তি, ৪কে ভিডিও গ্রাফিকস জমকালো হবে, অ্যানিমেশন হবে আরও স্বচ্ছ, ওয়েব পেজের স্ক্রলিংয়ে আসবে স্বাচ্ছন্দ্য।
এর আগে ওয়ানপ্লাস৭টি কিংবা গুগল পিক্সেল ৪ ফোনে ৯০ হার্টজ/১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের সুবিধা দেখা গেছে, তবে সেটি অপশনাল সেটিংয়ে। এসব ফোনে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাতে এই রিফ্রেশ রেট দিলে দ্রুত চার্জ চলে যায়।