চলমাস সিইএসে উন্মোচিত হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ক্যাপাসিটির পোর্টেবল এসএসডি। ওয়েস্টার্ন ডিজিটালের এই স্যানডিস্ক ৮টিবি এসএসডি এতোই ছোট যে ব্যবহারকারীর পকেটে সহজেই ঢুকে যাবে। খবর এনগ্যাজেট।
প্রোটোটাইপ ড্রাইভটিতে রয়েছে সুপারস্পিড ইউএসবি ২০জিবিপিএস ইন্টারফেস, যা সহজেই এবং দ্রুততার সাথে ফটো এবং অন্যান্য ফাইল আদান-প্রদান করতে পারবে।
ওয়েস্টার্ন ডিজিটাল জানিয়েছে, উভয় কোম্পানির ফ্ল্যাশ মেমরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উদ্ভাবনী সল্যুউশন তৈরি করছে এবং বর্তমানের গ্রাহকদের চাহিদা পূরণে কাজ করছে।
স্যানডিস্কের ২৫০ জিবি, ৫০০ জিবি, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইটের এক্সট্রিম পোর্টেবল এসএসডি ড্রাইভের সফলতার ধারাবাহিকতায় এই ডিভাইসটি তৈরি করা হয়েছে। তবে কবে নাগাদ এবং কতো দামে বাজারে এই ড্রাইভটি আসবে সে সম্পর্কে কিছুই বলেনি কোম্পানিটি।