প্রযুক্তি ও ডিজিটাল সেবার পরিধি বাড়ায় দেশে ক্রমেই গ্রাহক বাড়ছে স্মার্টফোন হ্যান্ডসেটের। বছরে স্মার্টফোন ও ফিচার ফোনের চাহিদা প্রায় তিন কোটি ১০ লাখ ছাড়িয়েছে। স্মার্টফোন কেনার আগে দেশের মানুষ অনলাইনে সার্চ করে সেই ফোন সম্পর্কে সব তথ্য সংগ্রহ করেন। ২০১৯ সালে গুগলের সবথেকে বেশি সার্চ হওয়া ফোনের তালিকা দেখে নিন।
১। শাওমি রেডমি নোট ৭ প্রো
এটা ২০১৯ সালে ভারতের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন। বাজারে দুর্দান্ত সাফল্যের সাথেই অনলাইন সার্চেও সুপারহিট এই ফোন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৭ প্রো। এই ফোনে রয়েছে সোনি আইএমএক্স৫৮৬ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট।
২। গ্যালাক্সি এম২০
চলতি বছর গ্যালাক্সি এম সিরিজ লঞ্চ করেছিল স্যামসাং। এই সিরিজের অন্যতম জনপ্রিয় ফোন গ্যালাক্সি এম২০।
৩। ভিভো এস১
ভিভো এস১ ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে সাথে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
৪। রেডমি নোট ৮ প্রো
অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৮ প্রো। অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয় এই ফোন। রেডমি নোট সিরিজের অন্যান্য ফোনের মতোই লঞ্চের পরেই দারুণ জনপ্রিয় হয় রেডমি নোট ৮।
৫। রেডমি নোট ৭
রেডমি নোট ৭ প্রো এর সাথেই ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ৭। মিডরেঞ্জ সেগমেন্টে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই ফোন।
৬। আইফোন ১১
চলতি বছর আইফোন ১১ সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করেছিল অ্যাপেল। এর মধ্যে আইফোন ১১ সার্চ তালিকায় উঠে এসেছে। একাধিক রঙে সেপ্টেম্বর মাসে গোটা বিশ্বের সামনে এসেছিল আইফোন ১১।
৭। ওয়ানপ্লাস ৭
বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ৭। এই ফোনে রয়েছে একাধিক চোখ ধাঁধানো ফিচার।
৮। রিয়েলমি ৩ প্রো
চলতি বছর একের পর এক ফোন লঞ্চ করে শাওমিকে কড়া প্রতিযোগিতার সামনে নিয়ে এসেছে রিয়েলমি। কোম্পানির রিয়েলমি ৩ প্রো ফোনটি জনপ্রিয় সার্চের তালিকায় উঠে এসেছে।
৯। রিয়েলমি ৫
রিয়েলমি ৫ বাজেট সেগমেন্টে কোম্পানির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। দশ হাজার টাকার কম দামে প্রথম ফোনের পিছনে চাওটি ক্যামেরা নিয়ে এসেছিল এই ফোন।
১০। ভিভো জেড১ প্রো
এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। লঞ্চের পরে অনলাইনে দারুণ সাড়া ফেলেছে এই ফোন। রয়েছে শক্তিশালী চিপসেট।