এলজি মোবাইলের ব্যবসা ভালো যাচ্ছে না। এলজির মোবাইল ডিভিশন দ্রুতই তাদের মার্কেট শেয়ার হারিয়েছে। তবে ২০২১ সাল নাগাদ মোবাইল ডিভিশনটি ঘুরে দাঁড়াতে চায়। খবর জিএসএম এরিনা।
লাস ভেগাসে চলমান সিইএসে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এই প্রতিশ্রুতি দিয়েছেন।
এলজির সিইও কোওন বং-সিউক বলেন, মোবাইল ব্র্যাঞ্চটি এই সময়ের মধ্যে ফোন লাইনআপ বাড়াবে এবং ধারাবাহিকভাবে নতুন ফোন উন্মোচন করবে। সাথে থাকবে গ্রাহকদের জন্য সেরা ফিচারসমূহ।
যদিও তিনি ডিভাইসগুলোর লাইনআপ কিংবা কেমন ধরণের ফিচার থাকবে সেটি জানায়নি। তবে তিনি পুনরায় বাজার দখলের বিষয়টির কথা জানান।