শাওমির সাব-ব্র্যান্ড পোকো গত বছর স্মার্টফোনের বাজারে ঝড় তুলেছিল ‘পোকোফোন এফ১’ এর মাধ্যমে। তাই জুলিয়াস সিজারের বিখ্যাত ‘এলাম, দেখলাম ও জয় করলাম’ উক্তিটিকে ব্যবহার করা যেতে পারে শাওমির ‘পোকোফোন এফ১’ এর জন্য।
পেকো সিরিজের প্রথম এই স্মার্টফোনটি গত বছরের আগস্টে বাজারে আসে। সাশ্রয়ী দামে দুর্দান্ত ফিচারের কারণে ফোনটি ‘ফ্ল্যাগশিপ কিলার’ স্মার্টফোন হিসেবে বাজারে তুমুল জনপ্রিয়তা পায়। তাই পোকোফোনের পরের সংস্করণ নিয়ে দীর্ঘদিন থেকেই অপেক্ষায় ছিলেন গ্রাহকরা।
গত মাসে শাওমির গ্লোবাল প্রধান অ্যালভিন শে জানিয়েছিলেন, ২০২০ সালে বাজারে আসবে পোকোফোনের নতুন মডেল ‘পোকোফোন এফ২’। আর এবার জনপ্রিয় ফোনটির পরবর্তী সংস্করণ বাজারে আসার শক্ত প্রমাণ মিলেছে অনলাইনে ফাঁস হওয়া ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন থেকে।
ফাঁস হওয়া ডকুমেন্ট অনুসারে, শাওমি ‘পোকোফোন এফ২’ নামের একটি ফোনের জন্য ট্রেডমার্ক সম্পন্ন করেছে। যা ফোনটি বাজারে আসার একটি স্পষ্ট ইঙ্গিত। ‘পোকোফোন এফ১’ উন্মোচনের আগেও ট্রেডমার্কের দেখা মিলেছিল। তাই ধারণা করা হচ্ছে, খুব শিগগির হয়তো নতুন পোকোফোন উন্মোচনের ঘোষণাটি আসতে পারে।