আইফোনের ব্যাটারি কেইসে চার্জিং ত্রুটির কারণে কেইসগুলো বিনামূল্যে বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স এবং আইফোন এক্সআর-এর ত্রুটিপূর্ণ যেকোনো রঙের স্মার্ট ব্যাটারি কেইসগুলো বদলে দেওয়া হবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে উৎপাদিত এই কেইসগুলো অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত সেবাদাতা স্টোর থেকে বদলে নিতে পারবেন গ্রাহক– খবর সিএনবিসি’র।
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, ত্রুটিপূর্ণ ব্যাটারি কেইসগুলো কখনও কখনও চার্জ হবে না বা কেইসের ভেতরে থাকা আইফোনটি চার্জ করবে না। কেইস বদলে দেওয়ার এই প্রকল্প কোনো নিরাপত্তা ত্রুটির সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেও নিশ্চিত করেছে অ্যাপল। কেইসটি কেনার দুই বছরের মধ্যে এটি বদলে নিতে পারবেন গ্রাহক।
অ্যাপলের ব্যাটারি কেইসগুলোর দাম ১২৯ মার্কিন ডলার। কেইসের মধ্যে থাকা বাড়তি একটি ব্যাটারির মাধ্যমে আইফোনের চার্জ বাড়িয়ে থাকে এটি। আইফোনে ব্যাটারি কেইসের চার্জিং লেভেলও দেখতে পারেন গ্রাহক। ডিভাইসের লাইটনিং পোর্টের মাধ্যমেই যুক্ত হয় কেইসটি।
আগের বছর বসন্তে কয়েক মাসের জন্য এই ব্যাটারি কেইসের সরবরাহ কম ছিলো এবং এটি বাজারে পাওয়া যাচ্ছিলো না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।