স্যামসাং গ্যালাক্সি এস১১ কিংবা এস১০ নিয়ে যখন হইচই চলছে তখন জানা গেল এস২০ ফোনের কথা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, নতুন এই ফোনটি নিয়ে কাজ শুরু করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।
এক্সডিএ ডেভেলপার রবিবার একটি ছবি পোস্ট করে। সেই ছবি দেখেই বোঝা গেছে এটি স্যামসাংয়ের পরবর্তী হ্যান্ডসেট।
এস২০’র নাম আগেও কয়েকবার শোনা গেছে। কিন্তু নিশ্চিত কোনো খবর ছিল না।
স্যামসাং জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি তারা কমপক্ষে একটি নতুন ফোন উন্মোচন করবে। সেই ফোনটি হবে এস১১। একই ইভেন্টে কোম্পানিটি তাদের দ্বিতীয় ভাঁজ করা ফোনও বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারে।
প্রযুক্তিবিদরা ধারণা করছেন, এই এস১১ দিয়েই স্যামসাং এবার বাজার ধরবে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তাতে ইঙ্গিত মিলেছে ‘চমক জাগানিয়া’ এক ফোনের।
২০২০ সালের নতুন ফোনে যেসব ফিচারই থাকুক না কেন, সব কিছু ছাপিয়ে আলোচনার টেবিল গরম করবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি। ৫জি নেটওয়ার্ক ব্যবহার করলে ফোনে চার্জ যায় দ্রুত, ফোন হবে গরম। গত বছর যেসব ফোনে ৫জি সুবিধা ছিল, তারা এসব সমস্যা ঠিকমতো মোকাবিলা করতে পারেনি।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সি এস১১ এই সমস্যা কাটিয়ে সবার আগে বাজারে আসছে।
১১ ফেব্রুয়ারি গ্যালাক্সি এস১১ তিনটি মডেলে আসছে। আগে ধারণা করা হয়েছিল চারটি মডেলে আসবে।
এস১১ সবচেয়ে বড় চমক দেখাতে পারে স্ক্রিনের ক্ষেত্রে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের স্ক্রিন ব্যবহার করার কথা শোনা যাচ্ছে! যেটি টিভিতে ব্যবহার করা হয়। ফোনের ক্ষেত্রে এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট বলতে ৬০ হার্টজকে বোঝায়।