নতুন ফ্ল্যাগশিপ ৮ প্রো নিয়ে কাজ করছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ডিভাইসটিতে রাখা হতে পারে ১২ গিগাবাইট র্যাম।
ওয়ানপ্লাস ৮ প্রো’র গিকবেঞ্চ নথিতে দেখা গেছে অ্যান্ড্রয়েড ১০চালিত স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর– খবর আইএএনএস-এর।
নতুন এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্টজের ৬.৬৫ ইঞ্চি ফ্লুইড ডিসপ্লে। ডিভাইসটির সামনে বসানো হতে পারে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা।
সম্প্রতি ওয়ানপ্লাস ৮ প্রো’র একটি প্রটোটাইপ ডিভাইসের ছবিও অনলাইনে দেখা গেছে। এতে ডিভাইসটির সামনে ডুয়াল পাঞ্চহোলযুক্ত হোম পর্দার আভাস পাওয়া গেছে। ওয়ানপ্লাস ৭ প্রো’র মতোই দুই পাশে বাঁকানো থাকতে পারে পর্দাটি।
ডিভাইসটির পেছনে দেখা গেছে কোয়াড ক্যামেরা ব্যবস্থা। উল্লম্বভাবে তিনটি ক্যামেরা লেন্সের সঙ্গে বসানো হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ।
ধারণা করা হচ্ছে, কোয়াড ক্যামেরা ব্যবস্থায় একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স অপটিকাল জুমের একটি টেলিফটো লেন্স এবং একটি মূল ক্যামেরা সেন্সর থাকবে। মূল সেন্সরটি কতো মেগাপিক্সেল হবে তা জানানো হয়নি।